Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

খবর

ক্রমিক শিরোনাম প্রকাশের তারিখ
গণগ্রন্থাগার অধিদপ্তর কর্তৃক আয়োজিত সাপ্তাহিক বিশেষ লার্নিং সেসন ’বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ গতকাল বিকেল ৩:০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোঃ আবুবকর সিদ্দিক (অতিরিক্ত সচিব)-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাযার্চ জনাব আ আ ম স আরেফিন সিদ্দিক। ২০২৩-০৫-২২
গণগ্রন্থাগার অধিদপ্তর কর্তৃক আয়োজিত কথাসাহিত্যিক শওকত আলী-এর ৮৭তম জন্মদিবস উদ্‌যাপিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ আবুল মনসুর মহোদয় উপস্থিত ছিলেন। শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগেরর অধ্যাপক রফিকউল্লাহ খান মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব মোঃ আবুবকর সিদ্দিক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অধিদপ্তরের কর্মকর্তা/কর্মচারীগণ ছাড়াও অনলাইনে সব সরকারি গণগ্রন্থাগারের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। ২০২৩-০২-১২
৫ ফেব্রুয়ারি, জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৩ যথাযোগ্যভাবে উদ্‌যাপন করা হলো। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দিক নির্দেশনায় গণগ্রন্থাগার অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে ঢাকাসহ দেশের সব জেলায় দিনটি পালন করা হয়। জাতীয় জাদুঘর চত্বরে বেলুন উড়িয়ে দিবসটির সূচনা করেন প্রধান অতিথি জাতীয় সংসদের সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী, এমপি। ২০২৩-০২-০৫
৫ ফেব্রুয়ারি, জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৩ উদ্‌যাপনের লক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ, এমপি মহোদয় প্রধান অতিথি হিসেবে কনফারেন্সে যোগদান করেন। সংস্কৃতি সচিব মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্সে গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক, জাতীয় জাদুঘরের মহাপরিচালক, গণগ্রন্থাগার অধিদপ্তরের পরিচালকসহ অধিদপ্তরের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ২০২৩-০২-০৪
গণগ্রন্থাগার অধিদপ্তর কর্তৃক শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২২ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনজুরুল ইসলাম। গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচলক জনাব মোঃ আবুবকর ছিদ্দিক (অতিরিক্ত সচিব) ছাড়াও বক্তব্য রাখেন পরিচালক (উপসচিব) জনাব মোছাঃ মরিয়ম বেগম। অধিদপ্তরের সকল কর্মকর্তাগণ আলোচনা সভায় উপস্থিত ছিলেন। ২০২২-১২-১৫
গণগ্রন্থাগার অধিদপ্তরের ই-নথি কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্য নিয়ে শুরু হলো 'ই-নথির সকাল' শিরোনামের উদ্ভাবনী কর্মসূচি। কর্মসূচিটির শুভ উদ্বোধন করেন গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়। প্রতি মাসের দ্বিতীয় ও শেষ বৃহস্পতিবার 'ই-নথির সকাল' অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে অধিদপ্তরের ই-নথি কার্যক্রম মনিটরিং, প্রশিক্ষণ, সমস্যা ও সমাধান, সুপারিশ ইত্যাদি কার্যক্রম পরিচালিত হবে। ২০১৯-০৯-১২
গণগ্রন্থাগার অধিদপ্তরের রেফারেন্স পাঠকক্ষে গণগ্রন্থাগার অধিদপ্তর আয়োজিত ফিলিপাইন কর্ণার (Filipiniana Section) উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি । ২০১৯-০৪-২০
৫ ফেব্রুয়ারি 'জাতীয় গ্রন্থাগার দিবস' যথাযোগ্য মর্যাদায় পালিত ২০১৮-০২-০৫